চাকরির আশায় গিয়ে ধর্ষণের শিকার তরুণী

১৮ জুন ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© প্রতীকী ছবি

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণের সঙ্গে হঠাৎ পরিচয় তরুণীর। আলাপচারিতার একপর্যায়ে ওই তরুণ নিজেকে ব্যাংক কর্মী হিসেবে পরিচয় দেন। তরুণীকে আশ্বাস দেন ব্যাংকে চাকরি দেয়ারও। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।

ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী তরুণী মিরাটের বাসিন্দা। তার সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাকে চাকরির প্রস্তাবও দেয়। 

নির্দিষ্ট দিনে দেরাদুনে তার সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথা মতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ইনস্টাগ্রামে পরিচয় হওয়া তরুণের দেখা না পেয়ে তার বন্ধুর সঙ্গে দেরাদুন থেকে আবার উত্তরপ্রদেশে ফিরে যান তিনি। কিন্তু সেখানে ফিরে তরুণের বন্ধু তাকে নিয়ে যান শামলি জেলার থানাভবন এলাকায়। সেখানেই ছিলেন মূল অভিযুক্ত। 

ভুক্তভোগী আরও বলেন, সেখানে গিয়ে দেখা করার পর তাকে কোল্ড ড্রিংকস খেতে দেয়া হয়। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬