মেট্রোর ভেতরে নাচ যুবতীর, নেটিজেনদের ক্ষোভ

২১ মে ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
মেট্রোর ভেতরে নাচ যুবতীর, নেটিজেনদের ক্ষোভ

মেট্রোর ভেতরে নাচ যুবতীর, নেটিজেনদের ক্ষোভ © ভিডিও থেকে নেওয়া

সস্তায় জনপ্রিয়তার নেশায় রিলমুখী যুবসমাজ। রিলপ্রেমীদের দাপটে সবচেয়ে বেশি ভুক্তভোগী দিল্লি মেট্রো। নিয়মিত যাত্রীদের অস্বস্তিতে ফেলে মেট্রোয় এমন কাণ্ডে বারবার কড়াভাবে সতর্ক করেছে প্রশাসন। যদিও পরিস্থিতি বদলায়নি। ফের একই ঘটনা দেখা গেল মেট্রোতে।

ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ে ঠাসা মেট্রোয় নাচছেন শর্ট টপ আর হাই স্লিট স্কার্ট পরিহিতা তরুণী। তিনি কামরার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছেন। কখনো মেট্রোর পোল ধরে নাচছেন। আবার নাচতে নাচতে শুয়ে পড়ছেন মেট্রোর মেঝেতে। ভিডিও দুটিতে যথাক্রমে হিন্দি ও ভোজপুরি গান যুক্ত করা হয়েছে।

এদিকে তরুণীর এমন নাচের ভিডিও ভাইরাল হতেই তার শাস্তি চেয়েছেন নেটিজেনরা। এমনকি ভিডিওতে দিল্লি পুলিশকে ট্যাগ করে তাকে  গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ভিডিও শেয়ার করে এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না।’ কেউ আবার এ ঘটনায় রাজনীতি খুঁজে পেয়েছেন। লিখেছেন, ‘কেজরিওয়ালের দৌলতে সবই ফ্রি।’

অবশ্য দিল্লি মেট্রোয় এমন কাণ্ড এই প্রথমবার নয়। চলতি বছরে হোলির সময় দুই তরুণীর এমনই অশ্লীল ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় হিন্দি গানে অশ্লীল ভঙ্গিতে একে অপরকে আবির মাখাচ্ছেন তারা। ঢলে পড়ছেন একে অপরের গায়ে। গালে গাল ঠেকিয়ে অশ্লীল ভঙ্গিতে জড়িয়ে ধরছেন একে অপরকে।

সেই ভিডিও ভাইরাল হতেই ওই দুই তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে প্রশাসন। তাদের গ্রেপ্তারও করা হয়। পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়, মেট্রোর মধ্যে অন্যকে অস্বস্তিতে ফেলে এমন কাজ না করার জন্য। যদিও সস্তায় জনপ্রিয়তার নেশা পরিস্থিতিতে লাগাম টানতে পারেনি। [সংবাদ প্রতিদিন]

বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage