বরখাস্ত পুলিশকে সপদে বহালে সশস্ত্র বিদ্রোহীরা আন্দোলনে! বিক্ষোভে হতাহত ২৭

  © সংগৃহীত

দুর্বৃত্তদের সঙ্গে সেলফি তুলে বরখাস্ত হয়েছেন ভারতের মণিপুর রাজ্য পুলিশের এক হেড কনস্টেবল। তাকে সপদে বহালের বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মণিপুরের কুকি-জো উপজাতি অধ্যুষিত চুরাচাঁদপুর জেলায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের ভাষ্য, ওই জেলায় পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে ওই হেড কনস্টেবলকে সপদে ফিরিয়ে আনার পক্ষে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা জেলা পুলিশ প্রধানের কার্যালয়ের বাইরে একটি বাস ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছেন। বিক্ষুব্ধ জনতা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। সহিংসতার পর চুরাচাঁদপুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিয়ামলালপল নামের অভিযুক্ত ওই পুলিশ সদস্য একটি পাহাড়ের ওপরে অবস্থিত বাঙ্কারে সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে সেলফি তুলেছিলেন।

চুরাচাঁদপুর জেলার পুলিশ সুপার শিবানন্দ সুরভে বলেন, ‘চুরাচাঁদপুর জেলা পুলিশের সিয়ামলালপলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথা ভাবা হচ্ছে। কারণ একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে গত ১৪ ফেব্রুয়ারি তাঁকে সশস্ত্র লোকদের সেলফি তুলতে দেখা গেছে।’

চুরাচাঁদপুর মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। জেলাটির পরিস্থিতি নিয়ে স্থানীয় পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়, বিক্ষোভকারীদের  ছত্রভঙ্গ করতে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।
 
বিক্ষোভকারীদের অভিযোগ, হেড কনস্টেবলকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁকে পুনর্বহাল করা উচিত। মণিপুরে গত বছর শুরু হওয়া জাতিগত সংঘর্ষে  সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি কুকি-জো উপজাতি অধ্যুষিত চুরাচাঁদপুর।   


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence