৫ হাজার কোটির প্রাসাদে থাকেন বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম পরিবার

২০ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও তার পরিবার

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও তার পরিবার © সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রায়শই শোনা যায় স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজস কিংবা ভারতীয় ধনকুবের মুকেশ আমবানির কথা। তবে এসব ব্যক্তিদের ছাপিয়ে একক পরিবার বিবেচনায় সবচেয়ে ধনী ব্যক্তিটি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। 

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী সম্পত্তির নিরিখে ২০২৩ সালে এই মুসলিম শাসকের পরিবার সবচেয়ে ধনীর তালিকায় প্রথম স্থানে রয়েছে। রিপোর্ট বলছে, মোট ৩৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের। ফলে মোট সম্পত্তির নিরিখে ওয়ালমার্ট সংস্থার মালিককেও টেক্কা দিয়েছেন আল-নাহিয়ান। 

সারা বিশ্বে যে তেলের খনি রয়েছে তার ছয় শতাংশের মালিকানা রয়েছে আল-নাহিয়ানের কাছে। সেই সঙ্গে এক্স (সাবেক টুইটার) সংস্থায় শেয়ার রয়েছে তাঁর। এছাড়া হলিউডি গায়িকা রিহানার রূপটান সংস্থায়ও অংশীদারিত্ব রয়েছে এই পরিবারের। 

১৮ জন ভাই এবং ১১ জন বোন নিয়ে পরিবার আল-নাহিয়ানের। পুরো পরিবারে ১৮ জন নাতি-নাতনিও রয়েছে। পরিবার নিয়ে আবু ধাবির ৯৪ একর জায়গা জুড়ে কাসার আল-ওয়াতান প্রেসিডেন্সিয়াল প্যালেসে থাকেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির ভবনগুলির মধ্যে বৃহত্তম এটি। এই ভবনের অন্দরমহলে রয়েছে নজরকাড়া ঐতিহাসিক প্রত্নবস্তু। যার মধ্যে রয়েছে একটি ঝাড়বাতি রয়েছে যা সাড়ে তিন লক্ষ রত্ন দিয়ে তৈরি। প্রাসাদটির মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: বিশ্বে খাবার নষ্ট করার শীর্ষ দেশের নাম ঘোষণা করল জাতিসংঘ

সিটি ফুটবল ক্লাবের অধিকাংশ মালিকানা রয়েছে আল-নাহিয়ানের। তাঁর ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহইয়ানের সংগ্রহে রয়েছে ৭০০টি বিলাসবহুল গাড়ি। বিশ্বের বৃহত্তম এসইউভিওটি রয়েছে শেখ হামাদের দখলে। এছাড়া পাঁচটি বুগাটি ভেরন, একটি ল্যাম্বর্ঘিনি রেভেনটন, একটি মার্সিডিজ় বেন্‌জ সিএলকে জিটিআর, ফেরারি ৫৯৯এক্স এবং একটি ম্যাকলারেন এমসি১২ মডেলের গাড়ি রয়েছে তাঁর কাছে।

সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও প্যারিস এবং লন্ডনেও রয়েছে তাদের সম্পত্তি। ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবকে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা দিয়ে কিনে নেন আল-নাহিয়ান। ম্যাঞ্চেস্টার সিটি, ভারতের মুম্বই সিটি, মেলবোর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটির ফুটবল ক্লাবের পরিচালনার দায়িত্বে রয়েছে তাঁর সংস্থা। আজ়ম এবং ব্লু সুপারইয়ট নামে বিলাসবহুল প্রমোদতরি রয়েছে তার। যার প্রতিটির দাম প্রায় ৫ হাজার কোটি টাকারও বেশি।

যাতায়াতের সুবিধার জন্য মোট আটটি ব্যক্তিগত বিমান রয়েছে আল-নাহিয়ানের। তিনটি বোয়িং ৭৮৭-৯এস, এয়ারবাস এ৩২০-২০০ জেটের পাশাপাশি রয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা মূল্যের বোয়িং ৭৪৭ এবং ১৪৬২ কোটি টাকা মূল্যের বোয়িং ৭৮৭।

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9