জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনী
গাজায় ইসরায়েলি বাহিনী  © সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির পরপরই ফের সশস্ত্র হামাস নির্মূলে গাজা উপত্যকায় অভিযান শুরু হবে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, বন্দী বিনিময় চুক্তি মানেই যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়।

কমপক্ষে ৫০ ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এর বিনিময়ে মুক্তি পাবেন কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি। খবর আলজাজিরা।

আরও পড়ুন: মার্ডার করলে ৬ মাস জেলে থাকবো, ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতা

ইসরায়েল সরকারের এক মূখপাত্র বলেন, `আমাদের টেবিলে এখনও চূড়ান্ত চুক্তিটি এসে পৌঁছায়নি। এটি জনসাধারণ বা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করছে যে, সরকার এই চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে।`


সর্বশেষ সংবাদ