ঘূর্ণিঝড়ের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
উদ্ধার হওয়া নবজাতকটি

উদ্ধার হওয়া নবজাতকটি © সংগৃহীত

লিবিয়ায় ঘটে গেলো এক আশ্চর্য ঘটনা। ঘূর্ণিঝড় ড্যানিয়েলে লন্ডভন্ড লিবিয়ার একটি উপকূলীয় শহরের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে নবজাতক এক মেয়েশিশু।

উদ্ধারের পর তার আশপাশে শিশুটির পিতা-মাতা কিংবা কোনো আত্মীয় স্বজন কাউকে পাওয়া যায়নি। তবে উদ্ধারের পর যেটি দেখা গেছে সেটি রীতিমতো শিউরে ওঠার মতো। চার দিন পরেও তার শরীরের সঙ্গে তখনও নাড়ি সংযুক্ত ছিলো। অর্থাৎ জন্মের পর আর তার নাড়ি কাটার সুযোগ হয়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয় শিশুটিকে উদ্ধারের ভিডিও। এরপর মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। তবে উদ্ধারের এখন পর্যন্ত কেউ শিশুটির অভিভাকত্ব দাবি করেনি বলে জানা গেছে।

এর আগে  ঘূর্ণিঝড় ড্যানিয়েলের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে শহরটির ভেতর দিয়ে বয়ে যাওয়া ওয়াদি দেরনা নদীর বাঁধ ভেঙে প্রবল গতিতে পানি ঢুকলে শহরটি এক প্রকার ভেসে যায়। 

ইতমধ্যে বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ১১ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও অন্তত ২০ হাজারের অধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ে শহরের প্রায় ৩০ শতাংশ অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে। 

জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভারতে খেলবে না বাংলাদেশ, যেসব পদক্ষেপ নিতে পারে আইসিসি
  • ০৭ জানুয়ারি ২০২৬
৫ ঘন্টা পর ফের ভোট গণনা শুরু, যে প্রক্রিয়ায় হবে গণনা
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল…
  • ০৭ জানুয়ারি ২০২৬