বিকেলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

অতি প্রবল ঘূর্ণিঝড়
অতি প্রবল ঘূর্ণিঝড়   © ফাইল ফটো

ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে গুজরাটের কুচ, সৌরাষ্ট্র এবং পার্শ্ববর্তী পাকিস্তান উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।

আইএমডির বরাতে এনডিটিভি জানায়, বর্তমানে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধু উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাটের কুচ, দেবভূমি দরগা এবং জামনগরে অতিবৃষ্টি হতে পারে। এমনকি অতিবৃষ্টির কারণে কুচ জেলায় বড় ধরণের ভূমিধস হতে পারে। 

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় বিভিন্ন জেলায় ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৮টি, স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) ১২টি, রাজ্যের সড়ক ও ভবন অধিদপ্তরের ১১৫টি এবং বিদ্যুৎ অধিদপ্তরের ৩৯৭টি টিম মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence