অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

মৌন মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা
মৌন মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা  © সংগৃহীত

অস্ট্র্বলিয়ায় দুুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়া বাংলাদেশি শিক্ষার্থী মো. ইশফাকুর রহমান সিফাত মারা গেছেন। এই ঘটনায় ২৯ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাত সিফাতের মৃত্যু হয়।

এর আগে গত বুধবার (৩ মে) মধ্যরাতে ডারউইনে সিফাতের বাসায় ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

নিহত সিফাত চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। গত কয়েক মাস আগে পড়াশোনা করতে অস্ট্রেলিয়ায় আসেন তিনি।তিনজন বাংলাদেশির সাথে বিশ্ববিদ্যালয়ের কাছে মিলনারের ট্রোয়ার রোডের একটি বাসায়  বাসায় ভাড়া থাকতেন সিফাত।

নর্দান টেরিটরি পুলিশ এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন এবং তারা বলেন মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এখন হত্যাকাণ্ড হিসেবে ঘটনাটি তদন্ত করছে।

নর্দার্ন টেরিটরি পুলিশের ডিটেকটিভ সিনিয়র সার্জেন্ট পল মরিসসি বলেন, ভিকটিমকে তার বিছানায় ‘মাথায় আঘাত’ পাওয়া অবস্থায় পাওয়া যায়।

এদিকে সিফাতের মৃত্যুর প্রতিবাদে মৌন মিছিল করেছে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ