১৫ বছরেই অনার্স-মাস্টার্স পাস, এবার ভর্তি হচ্ছে ল’ স্কুলে

০৮ মার্চ ২০২৩, ১০:৫১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
জেমস জিমি কিলিমিগ্রাস

জেমস জিমি কিলিমিগ্রাস © সংগৃহীত

সাধারণত স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে স্নাতক বা স্নাতকোত্তর অর্জন করেন তরুণরা। তবে এর ব্যতিক্রমও রয়েছে। এরই উদাহরণ হিসেবে মাত্র ১৫ বছর বয়সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এবার বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপির জেমস জিমি কিলিমিগ্রাস।

১৪ বছর বয়সে আইন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েই ক্ষান্ত হয়নি সে। ১৭৪ নম্বর পেয়ে নিজ রাজ্য মিসিসিপি, অ্যালাবামা ও লুইজিয়ানায় প্রথম স্থানও অধিকার করেছে সে। খবর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের

ওয়েস্টার্ন গভর্নর্স বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জিমি। তবে এবার আর অনলাইনে নয়, সশরীরে বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের ইচ্ছে তার। মে মাসে মধ্যে নির্বাচন করতে হবে কোনও ল’ স্কুলে ভর্তি হবে সে।

জিমি বলেন, আগস্টের মধ্যে ল’ স্কুলে ভর্তি হব। তবে এটি হবে সশরীরে। তাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

যুক্তরাষ্ট্রে ল’ স্কুলের ডিগ্রি অর্জন করতে সময় লাগে ৩ বছর। এখন ভর্তি হয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাস করতে পারে, তাহলে বিশ্বের অন্যতম কনিষ্ঠ আইন স্নাতকদের একজন হবে জিমি।

ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ওয়েবসাইট ওল্ডেস্ট ডট কম অনুসারে, ফ্লোরিডার স্টিফেন বেকাস হলেন পৃথিবীর সর্বকনিষ্ঠ আইনে স্নাতক পাস। ১৯৮৬ সালে মাত্র ১৬ বছর বয়সে মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

জিমির বাবা ও মা বলেছেন, আমরা আগেই বুঝতে পেরেছিলাম আমাদের ছেলে অত্যন্ত মেধাবী। মাত্র ২ বছর বয়সে কথা বলার সময় বড় বড় বাক্য পুরোটা বলতে পারত সে।

ভারত ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
যবিপ্রবিতে ডিনের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগে তদন্ত কমিটি,…
  • ০৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবরে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
  • ০৩ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবিস্থ বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরুল, সম্পাদক জ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!