রিজার্ভ দিয়ে ১৮ দিনের আমদানি খরচ দিতে পারবে পাকিস্তান

রিজার্ভ দিয়ে ১৮ দিনের আমদানি খরচ দিতে পারবে পাকিস্তান
রিজার্ভ দিয়ে ১৮ দিনের আমদানি খরচ দিতে পারবে পাকিস্তান  © ফাইল ফটো

গত বৃহস্পতিবার রুপির মান সব সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে পাকিস্তানে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে তলানিতে। সংখ্যার হিসেবে তা এখন তিন মিলিয়ন ডলারের কাছাকাছি পর্যায়ে নেমেছে।
 
পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব পাকিস্তানের) তথ্য অনুযায়ী, গত ২৭ জানুয়ারি রিজার্ভ ১৬ শতাংশ কমে ৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারের দাঁড়িয়েছে। এই দিয়ে তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে দেশটি।

স্থানীয় বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব লিমিটেড জানিয়েছে, ২০১৪ সালের ফেব্রুয়ারির পর রিজার্ভের পরিমাণ এবারই এত নিচে নামল। এই অর্থ দিয়ে মাত্র ১৮ দিনের আমদানি খরচ মেটানো যাবে। এত কম দিনের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ১৯৯৮ সালের পর আর দেখা যায়নি পাকিস্তানে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মোট রিজার্ভ রয়েছে ৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এসবিপি জানিয়েছে, মোট ডলার মজুদের পরিমাণ এখন মাত্র ৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার দেশটিতে।

আরিফ হাবিব লিমিটেডের গবেষণা প্রধান তাহির আব্বাস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সংকট এড়াতে দেশে ডলারের নতুন প্রবাহ জরুরি। পাশাপাশি আইএমএফের প্রোগ্রাম যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ এই মুহূর্তে অকল্পনীয়। যেসব শর্ত আমাদের (আইএমএফের পর্যালোচনা সম্পন্ন করার জন্য) পূরণ করতে হবে, তা কল্পনার বাইরে।


সর্বশেষ সংবাদ