মন্দিরে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, নিহত ১
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ PM
ভারতের মধ্যপ্রদেশের একটি মন্দিরের গম্বুজের সাথে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রশিক্ষক বিমানের পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজ্যের রেওয়া জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় বিমান চালকের সাথে থাকা এক প্রশিক্ষণার্থী চালক আহত হয়েছেন। খবর এনডিটিভির।
মধ্যপ্রদেশের চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জে পি প্যাটেল বলেন, প্রশিক্ষণের সময় একটি মন্দিরের গম্বুজ এবং একটি গাছে ধাক্কা দেওয়ার পর বিমানটি চোরহাট্টা বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। বিমানের ধাক্কা লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: টাকার অভাবে মায়ের লাশ কাঁধে করে ৫০ কি. মি. হাঁটলেন ছেলে
এ দুর্ঘটনায় বিমানের ক্যাপ্টেন বিশাল যাদব (৩০) নিহত হন। এছাড়াও প্রশিক্ষণার্থী বিমান চালক আনশুল যাদব আহত হন। তাকে সরকারি সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ সুপার ননবনীত ভাসিন এবং রেওয়া কালেক্টর মনোজ পুষ্প ঘটনাস্থলে গেছেন। জানা গেছে, বিধ্বস্ত ওই বিমানটি একটি বেসরকারি সংস্থার। বিমানটি প্রশিক্ষণ দেওয়ার কাজে হতো।