মণিপুরে স্কুল বাস খাদে, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
দুর্ঘটনা কবলিত স্কুল বাসটি

দুর্ঘটনা কবলিত স্কুল বাসটি © সংগৃহীত

ভারতের মণিপুরে বাস খাদে পড়ে ১৫ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজ্যের নোনে জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ পডুয়াদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। 

দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যেই পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। হতাহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কয়েক জনকে রাজধানী ইম্ফলের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

‘ঘটনাস্থল দেখার পর আমাদের মনে হচ্ছে, পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ঘটেছে এই দুর্ঘটনা,’ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন এক পুলিশ কর্মকর্তা।

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬