৪৩ বছর পর এশিয়া কাপে নেই বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
বিগত ৪৩ বছরের ধারাবাহিকতা এবার থেমে গেল। প্রথমবারের মতো এশিয়া কাপ হকির মূল পর্বে নেই বাংলাদেশ। শুধু একটি জয় দরকার ছিল, আর তাতেই নিশ্চিত হতো টিকিট। কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালেই হোঁচট খেল মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫–৪ গোলে হেরে ছিটকে গেল তারা এএইচএফ কাপ থেকে। ফলে এশিয়া কাপ হকির আসরে ১৯৮২ সালের পর এই প্রথমবার দেখা যাবে না লাল-সবুজের প্রতিনিধিত্ব।
ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এএইচএফ কাপ হকির টুর্নামেন্টে সেমিফাইনালে বাংলাদেশকে ৫–৪ গোলে হারিয়েছে ওমান। এই পরাজয়ের মধ্য দিয়েই এশিয়া কাপের স্বপ্নভঙ্গ হলো মামুন উর রশিদের দলের।
পুল পর্বে দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশ। চার ম্যাচেই জয়, গোলের বৃষ্টিতে প্রতিপক্ষকে হার মানানো—সব মিলিয়ে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ওমানের বিপক্ষে সেমিফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামে দল। কিন্তু প্রতিপক্ষ যে ফাইনাল হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, সেটাই যেন প্রমাণ করে দিল তারা।
জিবিকে হকি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের শুরুটা করে ওমান। ম্যাচের অষ্টম মিনিটেই আলিয়াস আল নৌফালির গোলে এগিয়ে যায় তারা। তবে বাংলাদেশের উত্তর আসে দ্রুতই। ১৩ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ এগিয়ে যায় আশরাফুল ইসলামের গোলে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ওমান পরপর দুটি গোল করে আবারও ম্যাচে ফিরে আসে। রাশাদ আল ফাজারি ও ফাহাদ আল লাওয়াতির গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় তারা।
তৃতীয় কোয়ার্টারেও দুই দলের গোল লড়াই অব্যাহত থাকে। ওমানের হয়ে ফের গোল করেন আলিয়াস। এরপর বাংলাদেশের হয়ে ফিল্ড গোল করেন ওবায়দুল হক। তবে কোয়ার্টার শেষ হওয়ার আগে রাশাদ তাঁর দ্বিতীয় গোল করে ওমানের জয় নিশ্চিত করে দেন।
শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সবুজ গোল করলেও তা শুধু ব্যবধানই কমায়।
ম্যাচ শেষে হতাশ বাংলাদেশের খেলোয়াড়েরা মাঠেই বসে পড়েন। কোচিং স্টাফের চোখেমুখেও হতাশার ছাপ। ১৯৮২ সালে এশিয়া কাপ শুরুর পর এই প্রথমবার বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব থাকবে না হকির মহাযজ্ঞে।
আগামী আগস্টে ভারতের চেন্নাইয়ে বসছে এশিয়া কাপের আসর। সেখানে বাংলাদেশকে না দেখতে পাওয়ার খবরটা দেশের হকি–ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা। একসময় এশিয়ার শীর্ষ পর্যায়ের দলগুলোর কাতারে থাকলেও এখন যেন অস্তগামী সূর্য বাংলাদেশের হকি।