আদনানের সন্ধান চান আসিফ নজরুল

‘মডেল মসজিদ তৈরীর দেশে আলেম উলামারা হুমকির মুখে থাকে কিভাবে?’

ড. আসিফ নজরুল ও আবু তোহা মোহাম্মদ আদনান
ড. আসিফ নজরুল ও আবু তোহা মোহাম্মদ আদনান  © ফাইল ফটো

আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে। ইউটিউব ও ফেসবুকে জনপ্রিয় বক্তা আবু ত্ব হা মোহাম্মদ আদনান চারদিন আগে গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকা আসার পথে নিখোঁজ হন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। আর এ ঘটনায় বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (১৪ জুন) তার ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘যে দেশে মডেল মসজিদ হয় সেখানে আলেম উলামারা এতো হুমকির মুখে থাকে কিভাবে? কিভাবে নিঁখোজ হয়ে যায় আবু তোহা মোহাম্মদ আদনানের মতো একজন নির্বিরোধী ইসলামিক বক্তা? অবিলম্বে আদনানের সন্ধান চাই, যারাই জড়িত আছে এর পেছনে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।’

সর্বশেষ তথ্য মতে, পুলিশ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন শনাক্ত করার চেষ্টা করছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ বলেন, এজন্য পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে গাবতলী এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আদনানকে বা তার গাড়ীকে দেখা যায়নি।

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!