স্বপ্নগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কি এক অদ্ভুত দেশ
- সানাউল হক সানি
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ AM
বই, লেকচার শিট, বিভাগের প্রসপেকটাস। স্বপ্নগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি এক অদ্ভুত দেশ। শ্বাপদের বিষাক্ত ছোবল সর্বত্র। নারী স্বাধীনতার জিকির করলেও পদে পদে নারী হেনস্তার মিছিল। প্রতিটা মেয়ে ঘর থেকে বের হওয়ার পর নিরাপদে ঘরে ফিরবে কি না সে উৎকণ্ঠায় থাকতে হয়।
জন্মের পর থেকেই যদি পাশবিকতার ভয়ে শরীর আগলে, লুকিয়ে লুকিয়ে বাঁচতে হয়। তবে সে কেমন স্বাধীন দেশ? মঞ্চে নারী স্বাধীনতার বড় বড় বুলি আওড়ানোদের তো লজ্জ্বা নেই। আমার-আপনারও কি নেই!
আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মা-বোনেরা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবে। রাত-দিন কাজ করবে। মাথা উচু করে চলবে। এই দেশ আমার। রক্তে কেনা স্বাধীনতা।
কথা পরিষ্কার। এরপর যেখানেই ধর্ষণ বা পাশবিক কোনো নির্যাতনের ঘটনা ঘটবে, দলবেঁধে সেখানেই ঘেরা্ও করতে হবে।
গত দুই বছরের পরিসংখ্যান বলে, কয়েক হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। কোনোটিতে বর্বরতার সকল সীমাও অতিক্রম করেছে। আমরা তখন নিরব ছিলাম। আবারও কিছুদিন পরে নিরব হয়ে যাবো।এরপর যখন পরিবারের কেউ এমন পাশবিকতার শিকার হবে। তখন আবার ঘুম ভাঙবে।
সিদ্ধান্ত কিন্তু আমাদের...।
লেখক: গণমাধ্যমকর্মী