একজন স্বৈরাচার ভিসির পতন এবং শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উল্লাস!

০১ অক্টোবর ২০১৯, ১০:৩৮ PM

© টিডিসি ফটো

আপনি যতই ক্ষমতাধর হোন না কেনো অন্যায়-অনিয়ম -অনাচারের মাত্রা যখনই ছাড়িয়ে যাবেন, তখন আপনার পতন হবে অপমানের সাথে।

একজন শিক্ষক, একজন অভিভাবক কতটা অত্যাচার করলে সব শিক্ষার্থীরা তার পতনের জন্য ঝাড়ু মিছিল করতে পারে! টানা ১০/১১ দিন আন্দোলন চালিয়ে যেতে পারে! তার পতনে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করতে পারে! বিশাল আনন্দ মিছিল করতে পারে!

প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদের কাছে পিতার মতো। সম্মান এবং ভালোবাসায় সবসময়ই আপনাদের সামনে আমাদের মাথা নিচু করি। বাবা- মা ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে আসি, তখন আপনাদেরকে আমাদের অভিভাবকের আসনে বসাই কিন্তু যখন আপনারা রাজনৈতিক দলের ইচ্ছে পূরণ করার জন্য, নিজের স্বৈরাচারী মনোভাবকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায় করেন আপনার সন্তানের সাথে, তখনই আমরা হতাশ হই।

তবে আশার আলোও দেখি যে অন্যায়কারীদের পতন হবে। যার জ্বলন্ত উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পতন।

দেশের প্রতিটি সেক্টরে যারা অন্যায়-অনিয়ম করছেন, আপনারাও তৈরি থাকুন। এই তরুণ সমাজের জাগরণেই আপনাদের পতন হবে এবং সেদিনই বাংলার প্রতিটি মানুষ স্বপ্ন সফল হবে।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাই- বোনদের।

লেখক:

হাসান আল মামুন,
আহ্বায়ক,
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নেবে ল্যাবএইড ক্যান্সার হাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • ২৫ জানুয়ারি ২০২৬
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের: তারেক …
  • ২৫ জানুয়ারি ২০২৬
স্লোগান দিয়ে জনতাকে উসকে দেওয়া রাজিব গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, বয়স ২৪ …
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬