বিশেষ নয় আসছে সপ্তম গণবিজ্ঞপ্তি, টেলিটক-এনটিআরসিএর সভায় আরও যে সিদ্ধান্ত

এনটিআরসিএ-টেলিটক
এনটিআরসিএ-টেলিটক  © ফাইল ছবি

তিন ইস্যুতে সভা করেছে টেলিটক বাংলাদেশ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সভায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর দুইটায় শুরু হওয়া এ সভা ৪টায় শেষ হয়। এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, আসন্ন গনবিজ্ঞপ্তিকে বিশেষ নাম না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ গণবিজ্ঞপ্তির নাম হবে সপ্তম গণবিজ্ঞপ্তি। এজন্য বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য টেলিটকের কাছে জানতে চেয়েছে এনটিআরসিএ। তবে আবেদন ফি জমা দেওয়ার সময় থাকায় আগামী বৃহস্পতিবারের মধ্যে এ তথ্য এনটিআরসিএকে লিখিতভাবে জানাতে চেয়েছে টেলিটক।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘টেলিটক আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য আমাদের জানাতে চেয়েছে। ‍শূন্য পদের তথ্য পাওয়ার পর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে আবেদন করা হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

সভায় প্রতিস্থাপন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য পাওয়ার পর প্রার্থীদের প্রতিস্থাপন করা হবে। এই কাজটি সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ