এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা কীভাবে?

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের পদ্ধতি কী হবে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য সাধারণ নিবন্ধন পরীক্ষাই নেওয়া হতো। তবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালনে প্রয়োজন নেতৃত্বগুণ, প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান—এসব যাচাইয়ের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় ধাপ থাকবে। অর্থাৎ নিবন্ধনের প্রচলিত পদ্ধতিতেই পরীক্ষা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘বর্তমানে যেভাবে এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেভাবে সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগে এসব পদে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি নিয়োগ দিত। তাতে কমিটি নিজেদের সুবিধা আদায় করে অযোগ্য লোক নিয়োগ দিত। এনটিআরসিএ-এর সুপারিশে যোগ্য প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,  ‘এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমান কমিটির আহবায়ক হবেন।’

তিনি আরও বলেন, কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। এ কমিটি একটি নীতিমালা তৈরি করবে। সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।


সর্বশেষ সংবাদ