বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি, যা বলছে মন্ত্রণালয়

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

গত কয়েকদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করছেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতরা। এ দাবিতে ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও জমা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। তাদের এ দাবির প্রতি সহমর্মিতা জানালেও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্মসচিব এবং একজন উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি পদ শূন্য রয়েছে। তবে এ পদগুলোতে আবেদনযোগ্য প্রার্থী নেই। যারা আন্দোলন করছেন তাদের বিষয়টি আমরা মানবিকভাবে বিবেচনা করছি। তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার  পরামর্শ দিয়েছেন তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘অনেক পদ ফাঁকা। আমরা চাই প্রার্থীরা চাকরি পাক। তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তো হবে না। যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী নেই। ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই পদ পূরণ হবে না।’

এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা।

অবস্থান কর্মসূচি পালন করা প্রার্থীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে এক লাখেরও বেশি শূন্যপদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ করা হয়। ১৬ হাজারের বেশি প্রার্থী বঞ্চিত হয়েছেন। 

মানববন্ধন শেষে বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর আবেদন করেন। আবেদনে প্রার্থীরা দুটো দাবি তুলে ধরেন। সেগুলো হলো- ১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় ১৫ হাজার প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ দিতে হবে এবং নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ-বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে। 

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9