১৮তম শিক্ষক নিবন্ধনের ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোডের সুযোগ

এনটিআরসিএ
এনটিআরসিএ  © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের  পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএ জানিয়েছে, যেসকল উত্তীর্ণ প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি, ডাউনলোডের পর সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন অথবা যেকোনো কারণে তা হারিয়ে ফেলেছেন, তারা নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিয়ে আবারও সার্টিফিকেট ডাউনলোডের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে তাঁর নিবন্ধন পরীক্ষার রোল নম্বর, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদন বাহক, সরাসরি, ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের সময় সংযুক্তি হিসেবে ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোডের জন্য নির্ধারিত আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence