১৮তম শিক্ষক নিবন্ধনে দেশসেরা একই কলেজের ৪ শিক্ষার্থী
- কুড়িগ্রাম সরকারি কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ। কলেজ পর্যায়ের জাতীয় মেধাতালিকায় ইংরেজি বিভাগ থেকে চারজন শিক্ষার্থী যৌথভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।
জাতীয় মেধাতালিকায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আউয়াল এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খাদিজা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান, এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলপনা আক্তার।
দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই চারজন জানান, এই সাফল্য হঠাৎ করে আসেনি। এটি কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিয়মিত প্রস্তুতির ফসল। তারা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কুড়িগ্রাম সরকারি কলেজ ও ইংরেজি বিভাগের শিক্ষকদের আত্মত্যাগ ও আন্তরিক সহযোগিতা স্মরণ করেন।
দ্বিতীয় স্থান অধিকারী খাদিজা আক্তার বলেন, এই সাফল্যের পর আমার লক্ষ্য বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া।
এদিকে শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দিত কলেজ প্রশাসন। কলেজের অধ্যক্ষ মীর্জা মোহাম্মদ নাসির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই অর্জন শুধু কুড়িগ্রাম সরকারি কলেজ নয়, বরং পুরো কুড়িগ্রাম জেলার জন্য গর্বের বিষয়। আমাদের ছাত্রছাত্রীরা আবারও প্রমাণ করেছে, প্রতিভা ও পরিশ্রম থাকলে দেশের যেকোনো প্রান্ত থেকেই জাতীয় পর্যায়ে সফল হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা এখন শুধু শিক্ষক নিবন্ধনেই নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও সাফল্য অর্জন করছে। আমরা আশা করি, সামনে বিসিএস, ব্যাংকসহ অন্যান্য উচ্চ পদস্থ চাকরির ক্ষেত্রেও আমাদের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবে। শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-শিক্ষক সৌহার্দ্য বজায় রেখে আমরা একটি উদাহরণ সৃষ্টি করতে চাই।