১৮তম শিক্ষক নিবন্ধনে ৩৫ ঊর্ধ্ব কতজন ফেল?

১৮তম নিবন্ধনধারীদের আন্দোলন
১৮তম নিবন্ধনধারীদের আন্দোলন  © টিডিসি ছবি

‘১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় এক হাজার ৯০০ এর অধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৪০০ এর বেশি প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। ঢালাওভাবে ৩৫ ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি সঠিক নয়।’

রোববার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ‘মৌখিক পরীক্ষায় পাস-ফেলের ক্ষেত্রে এক্সটার্নালরা মূখ্য ভূমিকা পালন করেছেন। তারা প্রার্থীদের যোগ্যতা, প্রেজেন্টেশনসহ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে নম্বর দিয়েছেন। ফলাফল তৈরির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’

১৮তম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সনদ দেওয়া সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে মুহম্মদ নূরে আলম সিদ্দিকী আরও বলেন, ‘একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। চাকরির পরীক্ষার ফল কখনো পরিবর্তন হতে শুনিনি। পিএসসি ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছিল। তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না। আমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এখন আমাদের হাতে আর কিছু করার নেই। যা করবে মন্ত্রণালয়। আমরা বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি।’

২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

 


সর্বশেষ সংবাদ