৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর বোর্ড সভায় যে সিদ্ধান্ত হলো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৮:৩২ AM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আযহার প্রকাশ করা হবে। ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে আয়োজিত বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
নাম অপ্রকাশিত রাখার শর্তে বোর্ড সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আসন্ন ঈদুল আযহার ছুটি শেষ হওয়ার পর দ্রুত সময়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে নাগাদ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘সম্ভবত জুনের তৃতীয় সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী ১৫ জুনের পর যে কোনো সময়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’
প্রসঙ্গত, এই মুহূর্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ এক হাজার ১৪২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সমূহে ৫৪ হাজার ৭২৮টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৬ হাজার ৪১৪টি পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।