চতুর্থ গণবিজ্ঞপ্তি: ১২ নম্বর শর্ত স্পষ্ট করলো এনটিআরসিএ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ AM
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের ১২ নম্বর শর্ত স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর ফলে এই ধারা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হলো।
বুধবার (২৮ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ নম্বর পয়েন্টটি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪র্থ গণবিজ্ঞপ্তির ১২ নম্বর শর্তে বর্ণিত স্কুল পর্যায়ে এমপিওভুক্ত প্রার্থীগণের আবেদনের বিষয়ে নিম্নরূপ স্পষ্টিকরণ করা হলো: “স্কুল-২ পর্যায়ের জুনিয়র মৌলভী (বর্তমানে ইবতেদায়ি মৌলভী), জুনিয়র শিক্ষক (সাধারণ) (বর্তমানে ইবতেদায়ি শিক্ষক), এবতেদায়ী ক্বারী পদে এমপিওভুক্ত কোন প্রার্থীর যদি স্কুল পর্যায়ের পদে যেমন: সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে কোন পদে এমপিওভুক্ত না হন তবে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক পদে আবেদন করতে পারবেন।’’