এটা নারীদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলার যুগ নয়: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৬:০৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২২, ০৬:০৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে, আমরা এখন রোবোটিক্স সায়েন্স নিয়ে কথা বলবো, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো; এখন নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলার সময় নয়। কপালে টিপ আছে, কি নেই- এটা নিয়ে প্রশ্ন হতে পারে না।
সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইবার) সঙ্গে মতবিনিয়ম সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে রোবটিক যুগে টেকনোলজি নিয়ে আমাদের আলোচনার বিষয় হবে। মানুষের পক্ষে আর কি কি করা সম্ভব আলোচনা হবে সেসব নিয়ে। অথচ একটি শ্রেণি নারীদের কাপড়ের মাপ কত হবে, তার দৈর্ঘ্য প্রস্থ কত থাকা উচিত, নারীদের কপালে টিপ পরা নিয়ে বিতর্ক তুলছে।
আরও পড়ুন: ঢাবির পর উচ্চ আদালতকে নর্থ সাউথ শিক্ষার্থীদের ‘স্যালুট’
মন্ত্রী আরও বলেন, কোনও কোনও প্রতিষ্ঠানে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। কিছুদিন আগে একবার টিপ নিয়ে এক ধরনের কথা হলো। এখন আবার নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে। এগুলো বাংলাদেশে মীমাংসীত বিষয় ছিল। কোন স্বার্থে, কার স্বার্থে এবং কারা এগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করছে, অমীমাংসীত করছে?
ধর্মকে ব্যবহার করে এসব করা হচ্ছে অভিযোগ করে দীপু মনি বলেন, এসব নিয়ে নারীদের দফাই দফায় হয়রানি হতে হচ্ছে। একটি শ্রেণি নিজেদের সুবিধার্থে ধর্মের নামে নানা ধরনের নিয়ম তৈরি করছে। অথচ তারা নিজেরাও ধর্মে যা বলা নাই তাই করছে। সেসব দিয়ে কেউ কথা বলার নেই।