ভোক্তা-অধিকারের জরিমানার বিরুদ্ধে হাইকোর্টে ‘সহজ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৯:৪০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২২, ০৯:৪০ PM
রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকারের দুই লাখ টাকা জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে টিকিট বুকিং অপারেটর ‘সহজ ডটকম’।
মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন সহজ ডটকমের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম।
রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মো. খসরু জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
গত ২০ জুলাই ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির উপস্থিতিতে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী।
গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। প্রথমে এককভাবে করলেও পরবর্তীতে তার এ আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোড়ন তৈরি হয় আন্তজার্তিক সংবাদ মাধ্যমেও।
তবে সোমবার (২৫ জুলাই) রাতে রেলভবনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন রনি।