সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:৩৫ PM
সিরাজগঞ্জের সলঙ্গায় সিলিং ফ্যান মাথায় পড়ে সামিনুল ইসলাম (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই ও একই স্কুলের সহকারী শিক্ষক ওবায়দুল হক সুমন জানান, ভোরে ফজরের নামাজ পড়ার পর বাইরে হাঁটাহাঁটি করে ঘরে ফেরেন সামিনুল। ঘরে ফিরে ফ্যান চালিয়ে বসেছিলেন তিনি। এসময় জিআই তারে লাগানো ফ্যানটি তার মাথার ওপর পড়ে এবং ঘাড়ের শিরা কেটে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আজ সকালে মাথায় ফ্যান পড়ে শিক্ষক সামিনুল ইসলামের মৃত্যু হয়েছে। বাদ যোহর নিজ প্রতিষ্ঠান ইডিএন উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।