পাগলা কুকুরের কামড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-ছাত্রসহ আহত ১৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৪:০১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২২, ০৪:০১ PM
পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষক ও দুই ছাত্রসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) বিকেলে জেলার দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- মাহাতাব (২৩), প্রতাপ মজুমদার (৩০), জিয়া হোসেন (২৫), জসিম (৩১), মো. হাসান (২৫), আবুল হোসেন (৪৮), সিয়াম (১৮), নুরুল ইসলাম (৩১) এবং পবিপ্রবির একজন শিক্ষক, চতুর্থ বর্ষের দুজন শিক্ষার্থীসহ ১৫ জন।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন জায়গায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
কুকুরের কামড়ে আহত সরকারি জনতা কলেজের এমএলএসএস মো. আবুল হোসেন বলেন, হঠাৎ করে একটা পাগলা কুকুর এসে কামড়ে ধরে। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে যেতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, কুকুরের কামড়ে আহত ৯ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে ভ্যাকসিন দিতে পারিনি। আমরা ঢাকায় যোগাযোগ করছি। যদি ভ্যাকসিন সংগ্রহ করা যায়, তবে আমরা দিতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, প্রাণি সম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।