গভীর রাতে ঢাবি ক্লাবে বিএনপির রিজভী, কারণ জানাতে হবে শিক্ষককে

২২ জুন ২০২২, ০৮:০৬ AM
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী © ফাইল ছবি

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবস্থান করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ক্লাবের সভাপতি ওবায়দুল ইসলামের আমন্ত্রণে। এ নিয়ে ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনা অনুসন্ধানে কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষক ওবায়দুল ইসলাম। জানা গেছে, রোববার রাতে রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যান। সেখানে তিনি অবস্থান করেন রাত ১টা পর্যন্ত। সঙ্গে তার স্ত্রী ও বন্ধুরাও ছিলেন।

এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগপন্থী নীল দলের সিনেট সদস্য আব্দুর রহিম বলেন, ‘এ খবর জানতে পেরে সোমবার ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মিটিং করি। সেখানে ক্লাবের সভাপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ ও একটি কমিটি গঠন করা হয়েছে।'

তিনি বলেন, রিজভী দাওয়াতে এসেছিলেন, নাকি বৈঠক করেছেন নিশ্চিত নয়। সিসিটিভির ফুটেজ দেখে অনুসন্ধান করা হচ্ছে।

আরো পড়ুন: মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় অধ্যক্ষসহ ১০ শিক্ষক অবরুদ্ধ

এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘রাতে ক্লাবে শিক্ষকদের অতিথিরা আসেন, খাওয়া-দাওয়া করেন। খুবই স্বাভাবিক ব্যাপার। আমি শিক্ষক এবং ক্লাবের সভাপতি। আমার আমন্ত্রণেও কিছু অতিথি এসেছিলেন। কোনো বৈঠক হয়নি, আড্ডা হয়েছে।’

তিনি বলেন, ‘কেউ কি গোপন বৈঠক করতে ক্লাবে আসবে? সিসিটিভি ফুটেজ আছে, অতিথিরা স্ত্রীদের নিয়ে এসেছিলেন। কেউ গোপন বৈঠকের পরিকল্পনা নিয়ে আসলে কি স্ত্রীদের নিয়ে আসবেন? আড্ডার সময় অন্য রুমে আওয়ামীপন্থী শিক্ষকরাও ছিলেন। এ রকম অতিথি সব শিক্ষকের আসে। আমরা তো এ নিয়ে প্রশ্ন তুলিনি? এটা স্বাভাবিক ব্যাপার। মূলত হয়রানি করার উদ্দেশ্যে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

শাহজালালের মাজার জিয়ারতের মধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু কর…
  • ১২ জানুয়ারি ২০২৬
পলকের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ
  • ১২ জানুয়ারি ২০২৬
৩ কারণে ভারতে বাংলাদেশের খেলা ঝুঁকি, জানাল আইসিসি
  • ১২ জানুয়ারি ২০২৬
রংপুরের হ্যাটট্রিক পরাজয়ে দুইয়ে উঠল সিলেট
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন বেশি জামায়াতে
  • ১২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে মোস্তাফিজ থাকলে ঝুঁকি বাড়বে, বিসিবিকে আইসিসি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9