প্রধানমন্ত্রীর বাগানের আম বিক্রি হলো লক্ষাধিক টাকায়

প্রধানমন্ত্রীর আম বাগান
প্রধানমন্ত্রীর আম বাগান  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগানের অর্ধেক গাছের আম বিক্রি করা হয়েছে। রংপুর উপজেলা সদরের সর্দারপাড়ার (শাপলাপাড়া) মৌসুমি ফল ব্যবসায়ী মিশু মিয়া ওই আম কিনেছেন। তিনি গাছ ও ফলের পরিচর্যা করছেন। এক লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন পীরগঞ্জ পৌরসভার উজিরপুর নামক স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম আমবাগান। বাগানটি পরিচর্যা করে আসছে রংপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ১ একর ৫৬ শতাংশ জমিতে ৫৫টি হাঁড়িভাঙ্গা এবং ৫৫টি বারি-৪ জাতের আম গাছ রয়েছে। এবারে বাগানটিতে বারি-৪ জাতের আমের বাম্পার ফলন হয়েছে। বারি-৪ জাতের সব গাছের আম ১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: আরও ১৪ জেলায় হতে পারে ভয়াবহ বন্যা

ড. ওয়াজেদ মিয়ার নাতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু বলেন, প্রধানমন্ত্রীর নামে মাত্র ৫০ শতাংশ জমি রয়েছে। তার চেয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় আর মেয়ে পুতুলের নামেই বেশি জমি রয়েছে। তিনি আরও বলেন, এ বছর অন্যান্য বছরের তুলনায় তিনগুণ আম ধরেছে।

আম ক্রেতা মিশু মিয়া বলেন, বারি-৪ জাতের আম পাকতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এই আম কাঁচাতেই বেশি মিষ্টি। আর আমগুলো পরিপক্বতার জন্য কৃষি বিভাগের পরামর্শ নিয়ে গাছের গোড়ায় সার প্রয়োগ করেছি।

রংপুরের কৃষি বিভাগের উপ পরিচালক ওবাইদুর রহমান মন্ডল বলেন, আম ব্যবসায়ীর সঙ্গে আমগুলো বিক্রির দফা হয়েছে। বারি-৪ জাতের আম পাকতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। আমগুলো এখনো অপরিপক্ব রয়েছে। পরিপক্বতা আসলেই আমগুলো গাছ থেকে পাড়ানো হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence