আলমাস শপে এক শার্টের দাম ১৯ হাজার ৫০০ টাকা

৩০ এপ্রিল ২০২২, ১২:১০ PM
আলমাস সুপার শপ

আলমাস সুপার শপ © ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির আলমাস সুপার শপে একটি শার্টের মূল্য লেখা হয়েছে ১৯ হাজার ৫০০ টাকা। পণ্যের আমদানির কোনো কাগজ না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার ঘটনায় তাদেরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।

শুধু আলমাস সুপার শপই নয়;  ধানমন্ডি এলাকার প্রিয় সুপারশপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আলমাস সুপার শপে শার্টের মূল্য এত বেশি রাখার কারণ জানতে দোকানের বিক্রয়কর্মী জানান, শার্টগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে, লাগেজে করে আনা পণ্য। দোকানের লাইসেন্স নেই। তবে মালিক দেশের বাইরে গেলে এগুলো নিয়ে আসেন। পরে সেগুলোতে প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হয়।

আরও পড়ুন: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ

অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আলমাস ও প্রিয় শপে বেশ কিছু পণ্য পেয়েছি, যেগুলোর দাম অনেক বেশি। এগুলো নাকি লাগেজ পার্টির পণ্য। আমরা সব সময় বলে আসছি- লাগেজ পার্টির পণ্য বিক্রি করা নিষিদ্ধ। এখানে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। এ প্রতিষ্ঠান আরও কিছু পণ্যে ইচ্ছেমতো দাম বসিয়ে তারা বিক্রি করছেন। এতে ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি বলেন, প্রতারণারোধে কয়েকটা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছি। এখানে কিছু কসমেটিকসের দোকানও আছে। তাদেরকে একই অপরাধে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছি।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬