দেশের জন্য কাজ করতে গিয়ে হৃদয় মণ্ডল কারাগারে: জাফর ইকবাল

শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল
শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল  © ফাইল ছবি

দেশের উন্নয়নে কাজ করতে গিয়ে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল কারাগারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। শনিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে এ কর্মসূচি আয়োজিত হয়।

জাফর ইকবাল বলেন, আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমরা সব সময় শুনে আসছি বিজ্ঞান প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য প্রথম ধাপ হলো স্কুলে বিজ্ঞান শিক্ষা। সেই দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক হৃদয় মণ্ডল কারাগারে।

তিনি বলেন, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যেই বইগুলো আমরা লিখেছিলাম, সম্পাদনা করেছিলাম সেই কথাগুলো উচ্চারণের জন্য হাজতে যেতে হলো। এই কথাগুলো পৃথিবীর সকল বিজ্ঞানমনস্ক মানুষেরা বলে থাকেন।

আরও পড়ুন: হৃদয় মণ্ডলকে মুক্তি না দিলে আমাকেও যেন গ্রেপ্তার করা হয়

সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এম কে রায় প্রমুখ।

গত ২০ মার্চ বিদ্যালয়টির দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে একটি বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষ কথোপকথন হয়। একপর্যায়ে কোনো একজন শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন এবং বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে জানান।

প্রধান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেন। এই ঘটনা শিক্ষার্থীরা স্থানীয়দের জানায়। পরদিন সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে আটক করে নিয়ে যায়।


সর্বশেষ সংবাদ