প্রেমিকার ধর্ষণ মামলায় বিয়ে করতে যাওয়ার পথে বর গ্রেফতার

২২ মার্চ ২০২২, ১১:৫১ AM
রাজনগর থানা

রাজনগর থানা © সংগৃহীত

মৌলভীবাজারে বিয়ে করতে যাওয়ার পথে শামীম আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কনের বাড়িতে প্রবেশের আগেই তাকে গেট থেকে গ্রেফতার করে রাজনগর থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন থেকে প্রবাসফেরত শামীমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শামিম রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।

আরও পড়ুন : অ্যাসেম্বলিতে বিলম্ব, পেটালেন প্রধান শিক্ষক

পুলিশ জানিয়েছে, সোমবার বর সেজে বিয়ে করার জন্য কনের বাড়িতে যাচ্ছিলেন শামিম। তবে সাবেক প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগে মাঝপথে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী তরুণীর বরাতে পুলিশ জানায়, ‘শামীম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু এখন দেশে এসে অন্য মেয়েকে বিয়ে করতে চাইছে, তাই তিনি অভিযোগ দিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই প্রবাসফেরত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১৫ জানুয়ারি ২০২৬
ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মিরপুর, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে থাকছে না প্রাথমিক সুপারিশ
  • ১৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের তারিখ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের বয়কটের ডাক, উইকেটের পাশে একাকিত্বে দাঁড়িয়ে বিস…
  • ১৫ জানুয়ারি ২০২৬