নামাজরত অবস্থাতেই প্রাণ গেল প্রাথমিক শিক্ষিকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

নামাজরত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা। মঙ্গলবার (৮ মার্চ) নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের অর্জুনতলায় ইমদাদুল হক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষিকার নাম ইসমত আরা কাকলী (৪৫)। তিনি সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ইমদাদুল হক মিয়া বাড়ির মেসবাউল হক চৌধুরী টফির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে যোহরের নামাজ আদায় করছিলেন কাকলী। এসময় হঠাৎ জায়নাজামেই লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ৫৪ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৪তম বিসিএস আবেদন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার জামান। তিনি বলেন, ইসমত আরা কাকলী যোহরের নামাজে থাকাবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তিনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence