গণটিকা কার্যক্রমের শেষ দিনেও ভিড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৬ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৬ PM
গণটিকা কার্যক্রমের শেষ দিন আজ। সকাল থেকেই টিকা কেন্দ্রগুলোতে প্রচণ্ড ভিড় রয়েছে। তবে গত দুইদিনের তুলনায় আজ ভিড় তুলনামূলক কম।
করোনার টিকা নিতে সকাল থেকেই টিকা কন্দ্রেগুলোতে আসতে থাকেন টিকাপ্রত্যাশীরা। সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ টিকা কার্যক্রম চলবে।
গণটিকার বিশেষ এই ক্যাম্পেইনের তৃতীয় দিনেও নিবন্ধন ছাড়া এনআইডি বা জন্মসনদের ফটোকপি সাথে থাকলেই টিকা নেয়া যাবে। যাদের সেগুলোও নেই, তারা কেবল মোবাইল নম্বর দিয়েই ভ্যাকসিন নিতে পারছেন। প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজও চলমান আছে।
জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট এক লাখ ৪২ হাজার জন।
দেশের প্রত্যেকটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে করোনার গণটিকাদান শুরু হয় ২০২১ বছরের ৭ ফেব্রুয়ারি। এর মধ্যে গতবছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল একদিনে। এবার এক কোটি ডোজের লক্ষ্যমাত্রাও ছাড়িয়েছে।