নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ AM
রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার বিষয়টি সেসময় নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার।
আরও পড়ুন: মোটরসাইকেলের সাউন্ড জোরে হওয়ায় শিক্ষককে পুলিশ কর্মকর্তার মারধর
রুজিনা আক্তার জানান, নিউমার্কেট থানার নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। প্রথমে পাঁচটি ইউনিট যায়। পরে আরো তিনটি যোগ দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই সেটি ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
নিউমার্কেট মুখি সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে এসেছেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছেন।