মোটরসাইকেলের সঙ্গে মহিষের গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪ AM
নিহত এসএসসি পরীক্ষার্থী

নিহত এসএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফউগান এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মহিষের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও অপর এক তরুণ গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীপুর উপজেলার ফউগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম তোহা খান। সে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী এবং ডুমনী গ্রামের ইয়াকুব আলী খোকার একমাত্র ছেলে। আর সাজ্জাদ একই এলাকার আবুল হোসেনের ছেলে। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিল তোহা। ঘোরাঘুরি শেষে বন্ধুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় পথের বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি মহিষের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তোহার মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলে পেছনে থাকা তার বন্ধু সাজ্জাদ। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  প্রদীপ কুমার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage