আর বাড়ি ফেরা হবেনা মারুফের

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৭ PM
নিহত মারুফ

নিহত মারুফ © টিডিসি ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মোহাম্মদ মারুফ (১২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বিবিরহাটের দক্ষিণ পার্শ্বে ঈদগাহ্ রোডের মাথায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মারুফ ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুরং এলাকার বাসিন্দা মুহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় খুলশী লায়ন্স স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন: চোখের জলে হিমেলকে বিদায় জানালেন সহপাঠীরা

থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিবিরহাট এলাকার বাজারের কাছে মঙ্গলবার বিকেলে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় মারুফ। পড়া শেষে সাইকেল চালিয়ে বাসার দিকে যাচ্ছিল সে। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে চাপা দেয়। এ সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নেয়। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬