ওসি প্রদীপের ফাঁসি কামনা করে রোজা-নামাজ আদায় করছে নির্যাতিতরা

ওসি প্রদীপ
ওসি প্রদীপ  © সংগৃহীত ছবি

দেশব্যাপী তুমুল আলোচিত সেনাবাহিনীর ( অব.) মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপসহ ১৫ আসামির কী ধরনের সাজা হয় তা নিয়ে কৌতুহল রয়েছে জনমনে। মামলার রায়ে প্রদীপের যেন ফাঁসি হয় এ জন্য গত কয়েকদিন ধরে রোজা রাখার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ছেন টেকনাফের শত শত ভুক্তভোগী পরিবার।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল সেদিন এ মামলার রায় ঘোষণা করবেন। সোমবার (৩১ জানুয়ারি) আলোচিত ওই মামলার রায় দেওয়া হবে। ভুক্তভোগী ও নিহতদের পরিবার প্রতীক্ষার প্রহর গুনছে এ রায় শুনার জন্য।

আরও পড়ুন: দিনাজপুরে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা

সিনহা হত্যা মামলার রায় নিয়ে দেশব্যাপী ব্যাপক কৌতুহল রয়েছে। রায়ের আলাদা আগ্রহ রয়েছে কক্সবাজার জেলার মানুষের কাছে।বিশেষ করে টেকনাফ থানার ওসি থাকাকালীন প্রদীপের হাতে নির্যাতিত শত শত পরিবারের আগ্রহটা সবচেয়ে বেশি।

আদালতের রায়ে তাদের চাওয়া একটাই যেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগীদের ফাঁসি হয়। এ জন্য গত কয়েকদিন ধরে রোজা রাখার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ছেন টেকনাফের শত শত ভুক্তভোগী পরিবার।

সূত্র জানায়, প্রদীপ কুমার দাশ টেকনাফ ওসি থাকাকালীন মাদক নির্মূলের নামে ২২ মাসে ১৪৪টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তাতে মারা গেছে ২০৪ জন। নিহত সবাইকে দেয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা। অথচ সাধারণ মানুষ বলছে, ক্রসফায়ারে নিহতদের বেশিরভাই ছিল নিরীহ মানুষ।

টেকনাফের হীল্লা ইউনিয়নের সন্ত্রাসী তাকমা দিয়ে একই পরিবারের তিন ভাইকে নির্মমভাবে হত্যা করেছে প্রদীপ। এ পরিবারের সদস্য মো. আলম বলেন, ‘খুনের শিকার’ তিন ভাইয়ের বউ এবং এতিম ছেলেমেয়েরা প্রত্যাশা করছেন ওসি প্রদীপ ও ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন; তাদের যেন ফাঁসি হয়। এ জন্য গত কয়েকদিন ধরে রোজা রাখে আল্লাহ কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে যাচ্ছেন।

টাকার বিনিময় প্রতিপক্ষের সঙ্গে চুক্তি করে তার তিন ভাইকে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতের বেশ কয়েকজন সিনহা হত্যা মামলায় আসামি হয়ে কারাগারে রয়েছে বলে জানান তিনি।

টেকনাফের ওসি থাকাকালীন দুই মেয়েকে ধর্ষণ করেছে প্রদীপ দাবি করে এক ভুক্তভোগী নারী বলেন, মেজর সিনহা হত্যার রায়ের দিন নির্ধারিত হওয়ার পর থেকে বিচারক যেন প্রদীপের ফাঁসি দেন এ জন্য তিনি রোজা রাখছেন। আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন। ধর্ষণের ঘটনায় আদালতে মামলা করলেও এখনো পর্যন্ত মামলার কোনো কূলকিনারা খুঁজে পাননি বলে জানান তিনি।

আরও পড়ুন: যে গ্রামের সব নারীই সুন্দর, কিন্তু পাত্রের অভাবে হচ্ছে না বিয়ে

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের কয়েকশো নির্যাতিত পরিবার প্রদীপ ও তার সহযোগীদের ফাঁসি চেয়ে গত কয়েকদিন ধরে রোজা রাখছেন। তাদের কামনা সিনহা হত্যায় যেন প্রদীপ ও তার সহযোগীদের ফাঁসির রায়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে।

এদিকে আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে গত ১২ জানুয়ারি মামলায় উভয়পক্ষের আইনজীবীরা যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেন। যুক্তি-তর্ক উপস্থাপনের শেষে আদালত ৩১ জানুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence