বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

২৯ জানুয়ারি ২০২২, ০৯:০১ AM
নিহত রনি

নিহত রনি © টিডিসি ফটো

পাবনায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান রনি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সাদির হোসেন (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পাবনা পৌর এলাকায় জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সিংগা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজের ছাত্র। এ বছর তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আহত সাদির হোসেন চাটমোহর উপজেলার সোহাগপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনিও পাবনা কলেজে পড়াশোনা করছেন।

আরও পড়ুন: একাধিক সাক্ষাৎকারেও যোগ্য শিক্ষক পায়নি সংস্কৃত-উর্দু বিভাগ

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দুই বন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড হয়ে সিংগা এলাকার দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপাতো ভাই আব্দুল মান্নান বলেন, রনি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা সদর থানার পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। তারা কোনো অভিযোগ দেয়নি।

বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাইল মাউশি
  • ২৬ জানুয়ারি ২০২৬