রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

লোহা চুরির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ পাঁচজন আটক

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  © ফাইল ছবি

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে প্রায় ১০ টন লোহা (রড ও পাইপ) চুরির দায়ে ৫জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) ঈশ্বরদীর পাকশীতে রূপপুর প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যের সহযোগিতায় তাদের আটক করা হয়। এর মধ্যে ছাত্রলীগের সাবেক এক নেতা রয়েছেন।

পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল মল্লিক আটক ছাত্রলীগ নেতার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, মিরাজ আলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি কোনো দায়িত্বে নেই। এরপরও আটক নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

আরও পড়ুন: কাল বৃষ্টি হতে পারে, বাড়বে শীত

আটক ব্যক্তিরা হলেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ আলী (৩৪), ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা গ্রামের রুবেল ইসলাম (৩৭), ঠাকুরগাঁও জেলার আরাজী মাটিগড়া গ্রামের মাজাহারুল ইসলাম (২৮), ঈশ্বরদীর বাঘইল গ্রামের কামরুল হাসান (৩৭) ও নাটোরের বনপাড়া উপজেলার বাহিমালি গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩৮)।

রূপপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের ভেতর থেকে গেট দিয়ে বাইরে বের হয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি ট্রাকসহ প্রায় ১০ টন লোহা আটক করে। এ সময় ট্রাকচালকের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখতে চায় তারা। তবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নিরাপত্তা সদস্যরা ট্রাকচালক আবুল কালাম আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি জড়িত আরও চারজনের নাম প্রকাশ করেন। অন্যরা সে সময় রূপপুর প্রকল্প এলাকায় ছিলেন। পরে তাদের চারজনকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে রাত আনুমানিক ১০টার দিকে রূপপুর পুলিশ ফাঁড়িতে ট্রাক ও লোহাসহ পাঁচ ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: রাব্বানীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রূপপুর প্রকল্পে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এর মধ্যে ট্রাকযোগে লোহাগুলো চুরি করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। দায়িত্বরত সেনাসদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছেন।

আসাদুজ্জামান আরও বলেন, আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এত লোহা প্রকল্প থেকে বের করা হলো, সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রকল্প কর্তৃপক্ষ থেকে একটি এজাহার দেওয়ার কথা রয়েছে। এজাহার পেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence