জাল ভোট দিতে এসে মাদ্রাসার সুপার আটক

আ ন ম নুরুজ্জামান
আ ন ম নুরুজ্জামান  © সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে এসে আ ন ম নুরুজ্জামান (৫৫) নামে মাদ্রাসার এক সুপার আটক হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

আটক আ ন ম নুরুজ্জামান ওই এলাকার মৃত সহিদুল্লাহর ছেলে। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কেরামাতিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত আছেন।

আরও পড়ুন:  দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে বললেন গুচ্ছের দুই ভিসি

জানা গেছে, সমান ভোট পাওয়ায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। ওই পদে পুনঃভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।

বিকেল ৩টার দিকে নিজ কেন্দ্র উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন সুপার আ ন ম নুরুজ্জামান। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জয় 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে। 


সর্বশেষ সংবাদ