সন্তানের শিক্ষায় বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  © ফাইল ফটো

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সন্তানের শিক্ষার পেছনে বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ। তাই প্রতিটি অভিভাবককে সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

রবিবার (১৯ ডিসেম্বর) মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্তান যদি বিপথে চলে যায়, তাহলে তা পরিবার এবং সমাজের জন্যও ক্ষতিকর। তাই সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে। প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চলমান উন্নয়ন কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ প্রদান করেন। তিনি এ সময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহ্বান জানান।

সভায় মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খান সভাপতিত্ব করেন।


সর্বশেষ সংবাদ