প্রধানমন্ত্রীর শপথ মঞ্চে ‘মুজিববর্ষ’ বানান ভুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ PM
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সবাইকে শপথ বাক্য পাঠ করালেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী যে ডায়সটিতে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করান সেখানে লাগানো লোগোটিতে স্লোগান ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ শপথ’।
‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ শপথ’ এই লেখার ‘মুজিববর্ষ’ বানানটি ভুল। লোগোটিতে লেখা ছিল সুবর্ণজয়ন্তী ও ‘মুজিবর্ষ’ শপথ।
শপথ পড়ানোর সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ওই সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা শপথে অংশ নেন।
এর আগে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এ শপথ আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কণ্ঠ মেলান জাতীয় সংগীতে।