যে তিনটি নাম বললে দেশে থাকতে পারবেন না তাহসান

তাহসান খান
তাহসান খান  © ফাইল ফটো

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে যেকেনো সময়ে গ্রেফতার করা হতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থান করা তাহসান খান বিব্রত বলে জানিয়েছেন। এবিষয় ই-কমার্স সাইট ইভ্যালির বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন বলে জানান তিনি।

শুক্রবার (১০ ডিসেম্বর) তার বিরুদ্ধে করা মামলার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

আরও পড়ুন: ইভ্যালির বিরুদ্ধে মামলা করবেন তাহসান

তিনি বলেন, এমন ঘটনা আমার জন্য অনেক বিব্রতকর। ভক্তদের ক্ষমতা ছাড়া তো আর কোনো ক্ষমতা নেই। ভক্তরা যেন আমাকে ভুল না বোঝেন।

তাহসান বলেন, ‘যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের নাম বলতে পারব না। তাদের নাম বললে তো বাংলাদেশেই থাকতে পারব না। যে কোম্পানির সঙ্গে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যুক্ত, দেশের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, সেখানে আমি শুভেচ্ছাদূত হয়ে মাত্র দুটি ফেসবুক লাইভ করেছি। বিজ্ঞাপনও করিনি। তাতেই আমি অপরাধী হয়ে গেলাম?’

আরও পড়ুন: যেকোনো সময় গ্রেফতার তাহসান-মিথিলা-ফারিয়া

আমাকে স্পষ্ট বলা হয়েছিল, আপনারা কেন আমাদের সঙ্গে যুক্ত হবেন না? জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আছি। তারা আরও তিনটা নাম বলেছে, যা আমি বলতে পারব না, তাহলে হয়তো আমি বাংলাদেশেই থাকতে পারব না।’

এ বছরের মার্চে দুই বছরের জন্য ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তাহসান। কিন্তু গ্রাহকের অভিযোগ ক্রমশ বাড়তে থাকায় তিন মাসের মধ্যে চুক্তি বাতিল করেন বলে জানান এই গায়ক ও অভিনেতা।

আরও পড়ুন: ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও

তাহসান জানিয়েছেন, ‘একটা কোম্পানি তখন ভালো চলছে, সবাইকে পৃষ্ঠপোষকতা করছে। বাহ্যিকভাবে দেখে সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন যেভাবে সেটার দায় মেটাতে হচ্ছে, তাহলে তো কোনও তারকাই আর কোনও ব্র্যান্ড এনডোর্স করতে রাজি হবে না। সব তারকাকে তো আর কোম্পানির ফিন্যান্সিয়াল বুকস দেখতে দেবে না। সারা পৃথিবীতে এমন কিছু হলেও তারকাদের হ্যারাস করা হয় না।’


সর্বশেষ সংবাদ