ঢাকা-খুলনা মহাসড়ক

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, হোমিওপ্যাথি কলেজশিক্ষকের মৃত্যু

০৬ ডিসেম্বর ২০২১, ০২:৫২ PM
নিহত হোমিওপ্যাথি কলেজশিক্ষক সুব্রত কুমার দাস

নিহত হোমিওপ্যাথি কলেজশিক্ষক সুব্রত কুমার দাস © সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক হোমিওপ্যাথি কলেজশিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম সুব্রত কুমার দাস। তিনি ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজের প্রভাষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। 

সোমবার (০৬ ডিসেম্বর) সকালে মহাসড়কের ফরিদপুর সদরের মল্লিকপুর নামক স্থানে  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে বোয়ালমারী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসক সুব্রত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত। তবে তার কোনো সন্তান নেই।

স্থানীয়রা আরও জানিয়েছেন, বোয়ালমারী ও আলফাডাঙ্গা হোমিওপ্যাথি কলেজের শিক্ষকরা মাইক্রোবাসে করে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের মল্লিকপুরে একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই কলেজশিক্ষক। আহত মাইক্রোবাসের চালক ও অন্য শিক্ষকরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কমিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনার পর বাস ও মাইক্রোবাস দুটিই জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬