সড়ক দুর্ঘটনা: মৃত্যুর একদিন পর এলো চাকরির খবর

০২ ডিসেম্বর ২০২১, ১০:৫২ AM
নিহত  সেলিম আনোয়ার সাদ্দাম

নিহত সেলিম আনোয়ার সাদ্দাম © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ভেরিফেকেশনে এসে পুলিশ কর্মকর্তারা জানতে পারেন আগের দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাকরি প্রার্থী। নাম তার সেলিম আনোয়ার সাদ্দাম (৩২)। সে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

বুধবার (১ ডিসেম্বর) চাকরির চূড়ান্ত নিয়োগের অংশ হিসেবে জন্য সেলিমের বাড়িতে ভেরিফিকেশনে যান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুই উপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর ও মনির হোসেন।

এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের উঁচুটিয়া পুলিশ লাইনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় নিহত হন তিনি।

মোটরসাইকেল চালক সেলিম ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এসবির এসআই মনির হোসেন বলেন, ‘সেলিম আনোয়ারের চাকরির তদন্ত করতে গিয়ে জানতে পারলাম তিনি গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার একটি মাদ্রাসায় চাকরি হয়েছিল।’

সেলিম আনোয়ারের প্রতিবেশী মো. শহিদুল্লাহ বলেন, ‘নিয়তির কি নির্মম পরিহাস। মঙ্গলবার সেলিম আনোয়ার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, আর বুধবার তার চাকরির ভেরিফিকেশন এসেছে। আল্লাহ কার কপালে কি লিখে রেখেছেন, তা কেউ বলতে পারে না।’

এ বিষয় ধামরাইয়ের আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, ‘সেলিম আনোয়ার চমৎকার লেখালেখি করত। সদালাপী, ভদ্র, নম্র ছিল। করুণ ব্যাপার হলো গতকাল সে মারা গেল। আজ জানতে পারলাম তার একটি মাদ্রাসায় চাকরি হয়েছে। তার ভেরিফিকেশন করতে এসেছেন পুলিশের দুই কর্মকর্তা।’

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬