ভাড়া নিয়ে প্রতিবাদ করায় বাস থেকে ফেলে দেওয়া হলো শিক্ষককে

ভাড়া নিয়ে প্রতিবাদ করায় বাস থেকে ফেলে দেওয়া হলো শিক্ষককে
ভাড়া নিয়ে প্রতিবাদ করায় বাস থেকে ফেলে দেওয়া হলো শিক্ষককে  © ফাইল ফটো

চট্টগ্রামে বাড়তি ভাড়া নিয়ে প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ( ২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষকের নাম রহমত উল্লাহ। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, সকালেও অক্সিজেন এলাকা থেকে পিটিআই যাওয়ার জন্য বাসে উঠেন রহমত উল্লাহ। বাসের হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে সেখানে না নামিয়ে কিছুটা সামনে নিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বাসের হেলপার। এতে তিনি পায়ে ও মুখে আঘাত পান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, একটি দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন। বিষয়টি নিয়ে দুই রকম বক্তব্য পাচ্ছি। ড্রাইভার -হেলপারকে আটক করতে পারলে বিস্তারিত বলতে পারব। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ