মোটরসাইকেল কেনার পরদিনই ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১২ নভেম্বর ২০২১, ০৬:০৭ PM
৩ বন্ধুর লাশ

৩ বন্ধুর লাশ © ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপু‌রে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তিন কিশোরের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১২ ন‌ভেম্বর) দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়‌নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌চ্ছেন, উপ‌জেলার রুহলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), একই উপ‌জেলার মা‌টিকাটা এলাকার ইলিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও একই এলাকার মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)। তারা সবাই প‌রিবহন শ্রমিক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুলকে গতকাল বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল কিনে দেয় পরিবার। সেই মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয় মকবুল। নতুন মোটরসাইকেল চালাতে নিষেধ করলেও শোনেনি সে। আজ দুপুরে মকবুল তার দুই বন্ধু রাকিব ও আসাদুলকে নিয়ে ঘুরতে যায়। মোটরসাইকেলটি কষ্টাপাড়া-রুহুলী সড়কের রুহুলী উচ্চ বিদ্যালয়ের সামনে বালুতে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া ব‌লেন, মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে ওই তিন কি‌শো‌রের মৃত্যু হ‌য়েছে। তারা প‌রিবহন শ্রমিক ব‌লে জানা গে‌ছে।

আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির ডিন মাহবুবুল আলম মজুমদার পেলেন ‘স্পির…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভোলার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
নুরুল হক নুরকে শোকজ
  • ৩১ জানুয়ারি ২০২৬