নির্ধারিত ভাড়া মানছে না গণপরিবহন, সাইন্সল্যাব মোড়ে মানববন্ধন

১০ নভেম্বর ২০২১, ০৪:৫১ PM
যাত্রী অধিকার আন্দোলনের মানববন্ধন

যাত্রী অধিকার আন্দোলনের মানববন্ধন © টিডিসি ছবি

বর্ধিত ভাড়া প্রত্যাহার, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, অযৌক্তিকভাবে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে যাত্রী অধিকার আন্দোলন। বুধবার (১০ নভেম্বর) রাজধানীর সাইন্সল্যাব মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গণপরিবহনগুলো সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে নানান অজুহাতে বাড়তি ভাড়া আদায় করছে৷ সিটিং সার্ভিস নাম দিয়ে এসব পরিবহন দাঁড়িয়েও অসংখ্য যাত্রী নিচ্ছে ওয়েবিল দেখিয়ে। কিলোমিটারের নির্ধারিত ভাড়ার ধার ধারছে না তারা। অথচ শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে চাইলে সিটিং সার্ভিস এর অজুহাত দিচ্ছে।

বক্তারা বলেন, নগর পরিবহনের ভাড়া গত নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও বেড়েছে৷ সেই সময় অতিরিক্ত যাত্রী বহন করা হবেনা বলা হলেও ঠিকই ঠাসাঠাসি করে যাত্রী নিচ্ছে কিন্তু দেখেও না দেখার ভান করছে বিআরটিএ ৷ তাই সিটিং সার্ভিসের নামে চিটিংবাজী বন্ধ করতে হবে৷ সব বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তারা ৷ জনগনের টাকায় বেতন পয়ে বিআরটিএ চেয়ারম্যান পরিবহন মালিকদের দালালি করছে উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেছেন যাত্রী অধিকার আন্দোলনের আহবায়ক কেফায়েত শাকিল ৷ তিনি বলেন, সরকারের অনুমোদনে বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি সিটিং সার্ভিস নাম দিয়ে ওয়েবিল সিস্টেমের মাধ্যমে বাসগুলো কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে অথচ জনগণের বেতনে চলেও পরিবহন মালিকদের পক্ষ নিয়ে প্রতি প্রতিষ্ঠানগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে ৷ এসময় তিনি পরিবহন নৈরাজ্য বন্ধে সংগঠনের পক্ষে ৫ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো, নগরী থেকে চিটিংবাজ বিলুপ্ত ঘোষণা করতে হবে, ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাড়ানো পরিবহন ভাড়া পুনর্মূল্যায়ন করতে হবে৷ ফাঁকফোকর না রেখে পরিবহন ভিত্তিক সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করতে হবে , তেলের দাম বৃদ্ধির সুযোগে ভাড়া বাড়ানো গ্যাসের গাড়ি গুলো চিহ্নিত করে রুট পারমিট বাতিল করতে হবে৷ নগর ও দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি করতে হবে, চুক্তিতে গাড়ি চালানো এবং ওয়েবিলে ভাড়া আদায় বন্ধ করতে হবে এবং সব নগর পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে ৷ 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন আরিফ, অন্তু মুজাহিদ, এস এম সজিব, ঢাকা কলেজ শাখার নেতা নাজমুস শাহাদাত সাকিব সহ অন্যান্যরা।

ট্যাগ: হরতাল
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে পালাল মোটরস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9